ইউক্রেন অভিযান রাশিয়ার জন্য এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে: জেলেনস্কি

ইউক্রেনে চালানো সামরিক অভিযান রাশিয়ার জন্য এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ভুক্তভোগী দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

স্থানীয় সোমবার গভীর রাতে এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় জেলেনস্কি ইউক্রেনীয় বাহিনীর সদস্য ও বেসামরিক যোদ্ধাদের ‘হিরো’ আখ্যা দিয়ে বলেন, “আমরা কাউকে ভয় পাই না। তোমরা পিছু হঁটবে না। আমরা পিছু হঁটবো না। তোমাদের বীরত্বপূর্ণ প্রতিরোধের কারণে রাশিয়ার কাছে এখন এই সামরিক অভিযান দুঃস্বপ্নে পরিণত হয়েছে।”

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। আজ মঙ্গলবার অভিযানের ত্রয়োদশতম দিন। ইতোমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ।

রাশিয়ার দাবি, ইউক্রেনের তাদের সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয়। বরং বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে। পুতিন বলেছেন, ইউক্রেনকে নাৎসিমুক্ত করা, দেশটির নিরস্ত্রিকরণ ও ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তি প্রতিহত করার জন্য তিনি এই অভিযান চালাচ্ছেন।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন