ইউক্রেনে সেনা ঘাঁটিতে রুশ বিমান হামলা, নিহত ৯

পোল্যান্ড সীমান্তের কাছেই ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ইয়ভরিভ সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। লভিভ আঞ্চলিক গভর্নর ম্যাক্সিম কজিতস্কি বলেছেন, বিমান হামলায় সেনা ঘাঁটিতে ৯ জন নিহত হয়েছে এবং আরো ৫৭ জন আহত হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, সামরিক ঘাঁটিতে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। ইয়ভরিভ সামরিক ঘাঁটিতে ৩০টির বেশি রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী।

ওই ঘাঁটিতে বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্স যাতায়াত করার খবর দিয়েছে বিবিসি।

এর আগে সেখানকার আঞ্চলিক প্রশাসন এক বিবৃতিতে জানায়, দখলদাররা (রুশ বাহিনী) আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, সেখানে আটটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

পোল্যান্ড সীমান্ত থেকে ২৫ কিলোমিটারের চেয়েও কম দূরত্বে রয়েছে ওই সামরিক ঘাঁটি। তবে ঘাঁটির কী কী ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা ক্ষেপণাস্ত্র ঠিক কোথায় আঘাত হেনেছে, সে ব্যাপারে বিস্তারিত কিছুই জানা যায়নি।

 

সূত্রঃ কালের কণ্ঠ