আ.লীগ নেতা মীর ইকবালকে জয়যুক্ত করতে বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১৭ অক্টোবর আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল-এঁর কাপ পিরিচ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাঘা উপজেলার বাঘা পৌরসভা, বাজুবাঘা, গড়গড়ি ও চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও মেম্বারবৃন্দের সাথে এবং আড়ানী পৌরসভা, আড়ানী, বাউসা, মনিগ্রাম ইউনিয়ন পরিষদে এবং নওহাটা পৌরসভা ও গোদাগাড়ী পৌরসভায় এসকল নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করা হয়।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচনী মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে মনোনয়ন দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর অনুসারীদের সম্মানিত করেছেন এজন্য আমি রাজশাহীবাসীর পক্ষ থেকে নেত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তিনি আরো বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু’র ডাকে সাড়া দিয়ে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করি। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আমি পরিবারের মায়া ত্যাগ করে যুদ্ধে গেছিলাম। এদেশের মানুষকে রক্ষা করার তাগিদে আমি ঝাপিয়ে পড়ি মহান মুক্তিযুদ্ধে। যুদ্ধ করেছি, যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছি। ১৯৭১ সালে যদি আমার এই চেতনা থেকে থাকে, তাহলে এখন ২০২২ সালে যখন আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছেন, আমি প্রত্যাশা করি নির্বাচনে কাপ পিরিচ প্রতীকে আমি বিজয়ী হলে ১৯৭১ সালের ন্যায় এখনও আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবো ইনশাল্লাহ। তাই আমি আপনাদের কাছে এসেছি, আপনাদের ভোট প্রার্থনা করছি, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি সে দায়িত্ব আপনাদের পাশে থেকে আপনাদের সাথে পালন করে যেতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে, এই বিজয় হবে আপনাদের, এই বিজয় হবে আমার প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা’র।

তিনি আরো বলেন, রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচ মার্কায় ভোট দিয়ে সরকারের উন্নয়ন কে আরো বেগবান করতে এবং আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ দিন।

মতবিনিময় সভাগুলোতে সভাপতিত্ব করেন যথাক্রমে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার সহ-সভাপতি আমানুল হাসান দুদু, বাজুবাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. ফিরোজ আহমেদ রঞ্জু, গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ, মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ, গোদাগাড়ী পৌরসভার মেয়র ওয়েজ উদ্দিন বিশ্বাস।

বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাবলু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোঃ আব্দুস সামাদ, আলফোর রহমান, মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন, আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী, বাঘা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন, চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু দেওয়ান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হাসান দুদু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম বাবুল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ.কে.এম. আসাদুজ্জামান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ চিন্ময় দাস, মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মকিদুজ্জামান জুরাত, মহিলা বিষয়ক সম্পাদক ইয়াসমিন রেজা ফেন্সি, সদস্য খায়রুল বাশার শাহীন, মাসুদ আহমেদ, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আযম সেন্টু, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মালিহা জামান মালা, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন, রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, বাঘা পৌরসভার যুব মহিলা লীগের সভাপতি পাপিয়া সুলতানা পাখি, গোদাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল গণি, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল ইসলাম, রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নূর কুতুব আলম, সদস্য বুলবুল আহমেদ প্রমুখ।

জি/আর