জেলা পরিষদ নির্বাচন

রাজশাহীতে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামানের এজেন্টদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাগণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১৭ অক্টোবর আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান আকতারের নির্বাচনী এজেন্ট আবু রায়হান মাসুদ ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন রাজশাহী জেলা ও মহানগর কমান্ড কাউন্সিলের বীর মুক্তিযোদ্ধাগণ। সোমবার জেলা রিটার্নিং অফিসারের কাছে নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ড, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ অস্থিতিশীল করা এবং কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল-এঁর নামে অপপ্রচার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার অপচেষ্টার অভিযোগ করেন তারা।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযোগপত্রে স্বাক্ষর করেন, বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এস মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মোবারক, বীর মুক্তিযোদ্ধা আওরঙ্গজেব, বীর মুক্তিযোদ্ধা এস এম কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এস এম জহিরুল হক ও বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন।

জি/আর