আহত নুরুকে ‘ভর্তি নেয়নি’ ডিএমসি, ল্যাবএইডে স্থানান্তর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহবায়ক নূরুল হক নূরকে আহত অবস্থায় ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এর আগে সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসি) নেয়া হয়েছিলো। কিন্তু কর্তৃপক্ষ তাকে ভর্তি নেয়নি বলে অভিযোগ উঠেছে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কোটা আন্দোলনের নেতাদের ওপর হামলা হয়েছে। ছাত্রলীগ এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা-কর্মীরা।

হামলাকারীদের মারধরে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নূরুল হক নূর মারাত্বকভাবে আহত হন। হামলায় যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁনসহ আহত হয়েছে অনেকে।

কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন কে জানিয়েছেন, আহত অবস্থায় তারা নূরুল হক নূরকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। কিন্তু কর্তৃপক্ষ তাদের ভর্তি নেয়নি। তাই তারা চিকিৎসা নিতে ল্যাবএইডে এসেছেন।

সুত্র:বাংলা