আলোচনার অভিনয় করছে রাশিয়া: ফরাসি পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনে বর্বর হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। সঙ্গে আলোচনার অভিনয় করে যাচ্ছে- এমন দাবি করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ভেস লে দ্রিয়ান।

তিনি দাবি করেন রাশিয়ার কৌশলই এটি। তারা হামলা চালিয়ে যাবে অন্যদিকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের নাটক করবে।

এ ব্যাপারে বৃহস্পতিবার ফ্রান্সের গণমাধ্যম লে পার্সিয়ানকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা রাশিয়ার সেই পুরনো কৌশলই দেখছি; তারা অতি বেশি দাবি-দাওয়া পেশ করছে, ইউক্রেনকে আত্মসমর্পণ করতে বলছে এবং অবরুদ্ধ করে দেওয়ার ক্ষেত্রে জোর দিচ্ছে।

তিনি আরও বলেন, চেচনিয়া ও সিরিয়ার মতো তিনটি জিনিসই আমরা দেখছি। সেগুলো হলো-নির্বিচারে বোমাবর্ষণ, কথিত মানবিক করিডোর তৈরি করে প্রতিপক্ষকে মানবিক করিডোরের নিয়ম ভাঙছে এমন দোষারোপ করা, কোনো বাস্তবসম্মত লক্ষ্য ছাড়াই আলোচনা করা ও আলোচনার অভিনয় করা।

তবে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, ইউক্রেন এদিক দিয়ে পুরোপুরি বিপরীত।

তিনি বলেন, বিপরীতভাবে, ইউক্রেন খোলা মন নিয়ে আলোচনাগুলোতে বেশ গুরুত্বসহকারে অংশ নিচ্ছে।

রাশিয়া ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি প্রথম হামলা করে। এরপর ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা চার দফা আলোচনা করেন। বর্তমানে চতুর্থ দফার আলোচনা চলছে।

তবে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই পক্ষ।

 

সূত্রঃ যুগান্তর