আলাবামায় টর্নেডোর আঘাতে নিহত ২৩, অন্ধকারের বাধায় উদ্ধারকাজ স্থগিত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পূর্বাঞ্চল আলবামায় টর্নেডোর আঘাতে অন্তত ২৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দমকল বাহিনীর কর্মকর্তারা বলছেন, টর্নেডোর ভয়াবহ আঘাতে ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ২৩ জন মারা যাওয়ার খবর মিলেছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। টর্নোডার আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন অনেকেই।

এছাড়া অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতির কারণে সাময়িকভাবে উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছে। জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) বলছে, ঘণ্টায় ১৬৫ কিলোমিটার থেকে ২৬৬ কিলোমিটার বেগে টর্নেডো বয়ে গেছে।