আর্জেন্টিনা কখনোই শুধু আমার ওপর নির্ভরশীল নয় : মেসি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আর কয়েকঘণ্টা পর চিলির বিপক্ষে কোপা আমেরিকা অভিযান শুরু করছে আর্জেন্টিনা। দেশের হয়ে প্রথমবার আন্তর্জাতিক ট্রফি জেতার লক্ষ্যে নামছেন লিওনেল মেসি। সম্ভবত এটাই তার শেষ কোপা আমেরিকা। বলা হয়ে থাকে যে, আর্জেন্টিনা নাকি শুধু মেসির ওপর নির্ভরশীল। তবে মাঠে নামার আগে মেসি এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, আর্জেন্টিনা কোনোদিনই তার উপর নির্ভরশীল ছিল না।

এই চিলির কাছেই দুই বার কোপার ফাইনালে হেরেছে আর্জেন্টিনা। মেসি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘কোনোদিন জাতীয় দল শুধু আমার উপর নির্ভর করেনি। আমরা বরাবর শক্তিশালী দল গড়ার দিকে নজর দিয়েছি। বলেছি, শক্তিশালী দল না গড়লে ট্রফি জেতা কঠিন। ধীরে ধীরে এই কাজ সফল হয়েছে। দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে খেলছি। বেশিরভাগ ফুটবলারই আগে কোপা আমেরিকায় খেলেছে। আমরা সঠিক পথেই এগোচ্ছি।’

গতবার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিলেন মেসিরা। এবার প্রতিযোগিতায় নামার আগে মেসি সমান এক্সাইটেড, ‘এই অনুভূতি বিশেষ। ফ্রেন্ডলি, যোগ্যতা অর্জন, কোপা আমেরিকা, বিশ্বকাপ যেখানেই জাতীয় দলের হয়ে খেলি সেখানেই একইরকম অনুভূতি হয়। কখনও ভাবিনি এত ম্যাচ খেলতে পারব। বরাবর ভেবেছি, সুযোগ পেলে নিজের সেরাটা উজাড় করে দেব।’ ব্রাজিলের করোনা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘কোভিডে সবারই আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে। আমরা এটা নিয়ে চিন্তিত।’