আরএমপি কমিশনারের সঙ্গে রক্ষা সংগ্রাম পরিষদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে রিকশা ও অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও আইনশঙ্খলা পরিস্থিতির উন্নয়ন দাবি করেছেন সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। শনিবার বেলা ১১ টায় রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে মতবিনিময় সভায় পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন দাবি সমুহ তুলে ধরেন।

 

আরএমপির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম রক্ষা সংগ্রাম পরিষদের দাবি সমুহ বাস্তবায়নের আশ্বাস দেন। এজন্য নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন।

 
সভার শুরুতে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষে সভাপতি মো. লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক জামাত খান বিভিন্ন দাবি সম্বালিত স্মারকলিপি পুলিশ কমিশনারের হাতে তুলে দেন। এছাড়া পরিষদের বিভিন্ন সময় কার্যক্রম ও আন্দোলন সংগ্রামের ডকুমেন্টও পুলিশ কমিশনারকে প্রদান করেন নেতৃবৃন্দ।

 
মহানগর পুলিশ কমিশনার বলেন, রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটায় স্বাভাবিক রয়েছে। এজন্য বিট পুলিশিং গঠন ও কমিউনিটি পুলিশিং ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। নগরীতে প্রকাশ্যে মাদক বিক্রি, সেবন বন্ধ রয়েছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, জঙ্গি ও সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলে পুলিশের ভুমিকা জিরো টলারেন্স।’

 

কোনো মাদকের আখড়া থাকলে তা চিহ্নিত করে পুলিশকে খবর দেয়ারও আহ্বান জানান পুলিশ কমিশনার।

 

এছাড়া সভায় রক্ষা সংগ্রাম পরিষদের দাবিগুলোর মধ্যে নগরীতে রিকশা ও অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ, অপরাধ দমন, ব্যবস্থাপত্রছাড়া ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধ, বিনোদন কেন্দ্রসমুহে পুলিশের নজারদারী  আরো বৃদ্ধি, রেলের  টিকেট কালোবাজারে বিক্রির বিষয়ে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন পুলিশ কমিশনার। এসময় মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন, উপ কমিশনার (সদর) তানবীর হায়দার চৌধুরী, আবু আহমেদ আল মামুন, সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম  ছাড়াও আরএমপি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
পরিষদের পক্ষ থেকে অন্যদের মধ্যে সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামাত খান ছাড়াও রাজশাহী চেম্বারের সাবেক সভাপতি আবু বাক্কার আলী, মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, শাহজাহান আলী বরজাহান, রাজশাহী বারের সভাপতি অ্যাডভোকেট নাজমুস সাদত, অ্যাডভোকেট মতিউর রহমান, অ্যাডভোকেট মুনতারির বিল্লাহ, অ্যাড. এন্তাজুল হক বাবু, আরইউজের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, পরিষদের যুগ্ম সম্পাদক মঞ্জুর হাসান মিঠু, রেস্তোরা মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান,  এম. শরিফ, শাহাদত হোসেন মুন্না, রাবি শিক্ষক হেমায়েতুল ইসলাম, অধ্যাপক জিএম হারুন, উন্নয়ন কর্মী সাইদুজ্জামান শিপন, লোকমোর্চার রাজশাহীর সভাপতি আলাউদ্দিন আল আজাদ, লেখক শাহ মো. জিয়াউদ্দিন, মিনহাজউদ্দিন মিন্টু, নারী নেত্রী সেলিনা বেগম,  রাজশাহী ওয়েব সভাপতি আঞ্জুমান আরা লিপি, ব্যবসায়ী নেতা আনোয়ার হোসেন দীপক, উন্নয়ন কর্মী মিজানুর রহমান, সমাজ সেবক নিযাম উদ্দিন, মানবাধিকার কর্মী আইয়ূব আলী তালুকদার, রাজশাহী রোটারী ক্লাবের সভাপতি হাসিবুল হাসান নান্নু, যুব নেতা রহমত আলী, আনসার আলী বাবু প্রমুখ।

 

স/আর