আরইউজের সাধারণ সভা অনুষ্ঠিত, ত্রিবার্ষিক নির্বাচন ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ত্রিবার্ষিক নির্বাচন আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। নির্বাচিত কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করা হবে আগামী বছরে ১ জানুয়ারি। বৃহস্পতিবার রাজশাহী সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সভায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সংশোধিত গঠনতন্ত্রও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।

রাজশাহী নগরীর অলকার মোড়স্থ মাস্টারসেফ রেস্টুরেন্টের কনফারেন্স কক্ষে আয়োজিত সাধারণ সভা বেলা ১১ টায় আরইউজে সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন আরইউজের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ। এরপর বার্ষিক আয় ব্যয়ের প্রতিবেদন তুলে ধরেন কোষাধ্যক্ষ তবিবুর রহমান মাসুম। সভায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদনের পর সাধারণ সদস্যদের বিস্তর আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তা অনুমোদন দেয়া হয়। সভায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ৫০ জনের বেশী সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং তাদের মতামত তুলে ধরেন।

সভায় আলোচ্য সূচির মধ্যে অন্যতম গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে ব্যাপক আলোচনা শেষে কিছু সংযোজন-বিয়োজনের পর সর্বসম্মতিক্রমে সদস্যদের কন্ঠভোটে তা অনুমোদন লাভ করে। এছাড়া আগামী নির্বাচনের পর থেকে আরইউজের মেয়াদকাল তিন বছর এবং জানুয়ারি থেকে ডিসেম্বর অর্থ বছর হিসেবে গণনার বিষয়টিও গৃহীত হয়।

সভায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য জনাব আলী ছাড়াও বিএফইউজে সদস্য জাবীদ অপু, আনিসুজ্জামান, আরইউজের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম, সিনিয়র সাংবাদিক কাজী গিয়াস, সাইদুর রহমান, মোমিনুল ইসলাম বাবু, আজিজুল ইসলাম, তানজিমুল হক, শরীফ সুমন, রাশেদ রিপন, রফিকুল ইসলাম, সালাহউদ্দিন, জিয়াউল গণি সেলিম, সরকার দুলাল মাহবুব, কাজী নাজমুল, আসলাম উদ দৌলা, মাহবুব আলম, আবুল কালাম আজাদ, সৌরভ হাবীব, আজাহার উদ্দিন, সেলিম জাহাঙ্গীর, আসাদুজ্জামান আসাদ, সামাদ খান, স্মরণ সরকার, তৈয়বুর রহমান, সামস রুমি, কবীর তুহিন, সোহাগ আলী, ইউ. আদনান, হুমায়ূন কবীর, শেখ জিয়াউল হক, আলমগীর কবীর তোতা, ইলিয়াস আরাফাত, শামীম হোসেন, কামরুজ্জামান, মামুন রেজা, সুব্রত দাস, আবরার সাঈর, সামশুন নাহার মিনা, আবদুল করিম, জহুরুল ইসলাম, আবদুস সালাম, মিজানুর রহমান টুকু, এসএম আতিকসহ সব সদস্যরা তাদের মতামত তুলে ধরেন।

পরে আরইউজে সভাপতি কাজী শাহেদ সকল সদস্যদের ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সভার শুরুতে জাতির জনক বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা, আরইউজের সদস্যদের নিহত স্বজনদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়। এছাড়া দেশব্যাপী ভয়াবহ বন্যায় নিহতের স্বজনদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করা হয়।