আম্পায়ারের নির্দেশ অমান্য করায় পোলার্ডের জরিমানা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মাঠের আম্পায়ারের নির্দেশ অমান্য করায় শাস্তি পেলেন কায়রন পোলার্ড। ওয়েস্ট ইন্ডিজের এ অলরাউন্ডারকে ম্যাচের ২০ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।

গত রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্টারাল বোর্ড রিজোনাল পার্ক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আইসিসির আচরণবিধির ২.৪ আর্টিকেল ভঙ্গ করেন পোলার্ড।

আম্পায়ারের কথায় কর্ণপাত না করে একাধিকবার শৃঙ্খলা ভঙ্গ করেছেন ক্যারিবীয় অলরাউন্ডার।

আম্পায়াররা জানিয়েছিলেন, পুরো ওভার শেষ না হওয়া পর্যন্ত পরিবর্তিত ক্রিকেটার নামাতে পারবেন না। অথচ তা শোনেননি পোলার্ড। যে কারণে অনফিল্ড আম্পায়ার নাইজেল দুগুইড এবং গ্রেগরি ব্রেথওয়েট, তৃতীয় আম্পায়ার লেসলি রেইফার এবং ফোর্থ অফিসিয়াল প্যাট্রিক গুসতার্দ পোলার্ডের বিরুদ্ধে অভিযোগ জানান ম্যাচ রেফারিকে। তার পরেই শাস্তি।