’আমার সঙ্গী হবে ভাই’

সৈয়দ আনোয়ার সাদাৎ

তাল-তমালের এই মেঠোপথ
আমার মানসপটে
ঢেউ তুলে যায় দিবানিশি,
মন যায়রে তাই ছুটে।
মন শুধু নয়,পা ও ছুটে
যায় নির্মল বাতাস নিতে
জন্ম থেকে বেড়ে ওঠা
ঐ শ্যামল ভূমিতে।
আমার আমি ঐ খানেতেই,
ঐখানেতেই স্বাধীন মুক্ত মনে হাসি,
গাই তাইরে না রে তা-ধীন।
আমার সঙ্গী হবে ভাই,
অভাগা মোর জন্মভূমি,
তার স্নেহের আঁচল ছাঁয়া।
সন্তানরা তার সবাই ছেড়ে যায়
খ্যাতির মায়ায়,
সাহেব হয়ে যায়গো ভুলে
স্নেহের পল্লী মা’য়।
কী নেই হেথা স্কুল-কলেজ,
তথ্য-প্রযুক্তির দান,
ফোন-ফ্যাক্স-ডিস- টেলিভিশন,
বিজলি বাতি ফ্যান?
জোনাক জ্বলেও,
পাখি ডাকে আগের মত সব
সাঁঝ-সকালে আযান-সঙ্কই মানুষের কলরব।
অতি সাধারণ,
শহুরে ধরণ সেই জননীর কোলে
সব পাওয়া যায়,
দুরুহ নয়, পল্লীর কাদা-জলে।
আমার সঙ্গী হবে ভাই,
মানুষের পাশে মানুষ হয়ে,
আমি যাবো নিশ্চয়।