‘আমার লাশ ঢাকায় না নিয়ে যেন রামেক হাসপাতালে দেওয়া হয়’

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান মৃত্যুর আগে লিখে যাওয়া তার সুইসাইড নোটটি কক্ষের টেবিল থেকে উদ্ধার করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন, তার সহকর্মী একজন শিক্ষক।

14249254_1629421450721888_1955718511_n

  • তিনি সিল্কসিটি নিউজকে বলেন, ‘ম্যামের টেবিল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। পুলিশ সেটি হাতে নিয়েছে। এ সময় কক্ষ থেকে একটি কীটনাশকের বোতলও উদ্ধার করা হয়েছে সম্ভবত।’

photo-1473423811
ওই শিক্ষক বলেন, ‘সুইসাইড নোটে আকতার জাহান উল্লেখ করেছেন, ‘ আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। শারীরিক-মানসিক চাপে আত্মহত্যা করলাম।’

 

  • আকতার জাহান লিখেন, ‘সোয়াদকে (নিজের ছেলে) যেন ওর বাবা কোনোভাবেই নিজের হেফাজতে নিতে না পারে।  যে বাবা সন্তানের গলায় ছুরি ধরতে পারে- সে যে কোনো সময় সন্তানকে মেরে ফেরতে পারে বা মরতে বাধ্য করতে পারে।’

14256758_1629421410721892_1493310180_n

সুইসাইড নোটের শেষের প্যারায় জলি আরো লিখেন, ‘আমার লাশ ঢাকায় না নিয়ে যেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া হয়।’

  • সুইসাইড নোটের বিষয়টি নিয়ে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির নিশ্চিত করেন।

 

14269318_1629351207395579_2120969466_n

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে ১৯৯৭ সালে শিক্ষক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগ দেন আকতার জাহান। চাকরিতে যোগ দেওয়ার আগেই তানভীর আহমেদের সঙ্গে তার বিয়ে হয়। যিনি বর্তমানে একই বিভাগের সহযোগী অধ্যাপক। কিন্তু বছর তিনেক আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।

 

এরপর শিক্ষক তানভীরের সঙ্গে সম্পর্কের অবনতি হলে স্কুলপড়ুয়া ছেলেকে নিয়ে ২০১২ সালে জুবেরী ভবনে ওঠেন আকতার জাহান। চলতি বছরের শুরুতে ছেলে ঢাকায় তার নানার বাড়িতে চলে গেলে জুবেরী ভবনের ৩০৩ নম্বর কক্ষে একাই থাকছিলেন আকতার জাহান জলি।

স/আর