আমার চোখ!

আমার চোখ মেঘলা বড় বৃষ্টি ঝরে টাপুর-টুপুর
সময় বোঝে না ক্ষন বোঝেনা কীসের রাত কীসের দুপুর।
আমার চোখ হাসি বোঝে না রহস্য ঘেরা তাই-
সরল পথ এ চোখ চেনে না তাই বাঁকা পথে যাই
আমার চোখে সরিষা ফোটে না ফোটে হলুদ গাধাঁ
এ চোখ ক্রুটি সম্পূর্ণ তাই পড়ে এতো বাধা
আমার চোখ সুখ চেনে না চেনে শুধু দুঃখ
এ চোখ দিয়ে স্বপ্ন দেখি না পোড়ে শুধু বুক
আমার চোখ ঝাপসা বড় দেখি চাঁদের আলো
এ চোখে বোঝে চাঁদ সূর্য কোনটা অধিক ভালো
আমার চোখ আপন চেনে না পরকে কাছে টানে
আমার চোখ পরকে টেনে কষ্ট পাবে এটাও কিন্তু মানে
আমার চোখ বেশি দেখে হঠাৎ আবার কম
আমার চোখ অল্পতেই হারিয়ে ফেলে দম।
আমার চোখ দিন গুনছে দেবে শান্তির ঘুম
সুখ শালিক নয় আজরাইল পাখি কখন দেবে চুম।
লেখক শিক্ষার্থী: মোঃ জাহিদুল ইসলাম জাহিদ
শিক্ষা প্রতিষ্ঠান: শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ,রাজশাহী