আমাদের আজভ সাগর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে রুশ বাহিনী: ইউক্রেন

ইউক্রেনকে আজভ সাগর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এ কথা জানিয়েছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,“দখলকারীরা (রুশ বাহিনী) ডোনেটস্ক অপারেশনাল এলাকায় আংশিকভাবে সফল হয়েছে। তারা সাময়িকভাবে ইউক্রেনকে আজভ সাগরের প্রবেশাধিকার থেকে বঞ্চিত করেছে।”

তবে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেন, মস্কো এখনও যুদ্ধের সমস্ত মূল লক্ষ্যে ব্যর্থ হচ্ছে।

তিনি আরও বলেন, “শত্রুরা স্থল অভিযানের সময় সৈন্যদের অগ্রসর হওয়ার ব্যর্থতার জন্য ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করছে। তারা

উচ্চ-নির্ভুল অস্ত্র, উপর্যুপরি বোমাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র দিয়ে স্থলবিভাগে হামলা করছে।

উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শনিবার ২৪তম দিনে গড়িয়েছে অভিযান। বিগত ২৩ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন