মঙ্গলবার , ২১ মে ২০১৯ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আবারও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো

Paris
মে ২১, ২০১৯ ১১:২৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আবারও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন জোকো উইদোদো। গত মাসের আনুষ্ঠানিক নির্বাচনে সাবেক জেনারেল প্রাবোয়ো সুবিয়ান্তোকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট হলেন তিনি।

সহিংসতার আশঙ্কায় নির্ধারিত সময়ের একদিন আগে মঙ্গলবার সকালেই ভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এএফপি নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী জাকার্তায় প্রায় ৩২ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।

এই ফলাফলকে চ্যালেঞ্জ করতে আদালতে যাবেন কি না তা এখনও নিশ্চিত করেননি প্রাবোয়ো (৬৭)। তবে চূড়ান্ত ভোট গণনার আগে ‘ব্যাপক প্রতারণার’ অভিযোগে সড়কে বিক্ষোভ হতে পারে বলে সতর্ক করেছিলেন তিনি।

নির্বাচনে উইদোদো পেয়েছেন ৫৫ দশমিক পাঁচ শতাংশ ভোট এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রাবোয়ো পেয়েছেন ৪৪ দশমিক পাঁচ শতাংশ ভোট। ১৭ এপ্রিল অনুষ্ঠিত ওই ভোটে ২০ হাজার স্থানীয় ও জাতীয় আইনপ্রণেতাকেও বেছে নিয়েছেন ভোটাররা।

ফলাফলের কাগজে স্বাক্ষর করতে অস্বীকার করেছেন প্রাবোয়োর প্রচারণা টিমের প্রতিনিধি আজিস সুবেক্তি। তিনি বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে অবিচার, প্রতারণা, মিথ্যা এবং এসব পদক্ষেপের মুখেও হাল ছাড়ছি না আমরা।

সর্বশেষ - আন্তর্জাতিক