আফগানিস্তানে মাদরাসায় বিস্ফোরণে নিহত অন্তত ১৬

সিল্কসিটি নিউজ ডেস্ক:

২০২২ সালের ১৯ এপ্রিল আফগানিস্তানের কাবুলে একটি বিস্ফোরণস্থলে একজন তালেবান যোদ্ধা পাহারা দিচ্ছেন। আফগানিস্তানে একটি বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর আইবাকের একটি মাদরাসায় বুধবার বিস্ফোরণটি ঘটে। স্থানীয় একটি হাসপাতালের এক চিকিৎসক এ তথ্য জানিয়েছেন। এ ছাড়াও একজন প্রাদেশিক কর্মকর্তা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তিনি হতাহতের কোনো পরিসংখ্যান দিতে পারেননি। রাজধানী কাবুল থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে আইবাকের একজন চিকিৎসক বলেছেন, নিহতদের বেশির ভাগই অল্পবয়স্ক।নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক এএফপিকে বলেছেন, ‘তারা সবাই শিশু এবং সাধারণ মানুষ। ’

গত বছরের আগস্টে তালেবান দেশটির ক্ষমতায় ফিরে আসার পর থেকে বেসামরিক মানুষকে লক্ষ্য করে কয়েক ডজন বিস্ফোরণ ও হামলা হয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি দায় স্বীকার করেছে আইএসআইএসের স্থানীয় শাখা।

জি/আর