আফগানিস্তানে নয়শ’ শিশুসহ ৩ সহস্রাধিক বেসামরিক নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আফগানিস্তানে বেসামরিক লোকদের নিহতের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। অন্য বছরগুলোর তুলনায় দেশটিতে গত বছর বেসামরিক মৃত্যুর সংখ্যা অনেক বেড়েছে। জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

জাতিসংঘের ওই প্রতিবেদন বলছে, ২০১৮ সালে আফগানিস্তানে ৩ হাজার ৮০৪ জন বেসামরিক লোক নিহত হয়েছে। এর মধ্য ৯২৭ জনই শিশু।

জাতিসংঘ বলছে, নিহতের এই পরিসংখ্যান দেশটিতে দীর্ঘমেয়াদে চলমান যুদ্ধে অন্যান্য বছরের রেকর্ড ছাড়িয়েছে।

প্রসঙ্গত, ২০০১ সালে যুক্তরাষ্ট্রে ভয়াবহ নাইন-ইলিভেন হামলার প্রেক্ষিতে তালেবান হটাতে সেই বছরেই আফগানিস্তানে যুদ্ধে জড়িয়ে পড়ে মার্কিন বাহিনী।