আন্তর্জাতিক নারী দিবসে এসিডি’র আলোক র‌্যালি ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
নারীর প্রতি সকল প্রকার বৈষম্য নিরসন, নারীর উন্নয়নে সকল অন্ধকার দুর করে আলোয় নিয়ে আসার আহ্বান জানাতে স্থানীয় উন্নয়ন ও মানবাধিকার সংস্থা এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র আয়োজনে নগরীতে আলোক র‌্যালী অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নগরীরর সাগরপাড়াস্থ এসিডি কার্যালয় থেকে আলোক র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলুপট্টি মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসিডি’র জেন্ডার ফোকাল পারসন বিলকিস আরা চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন এসিডি’র ফাইন্যান্স ডিরেক্টর পংকজ কর্মকার, হিউম্যান রিসোর্স ম্যানেজার শাহিনুর আলম ডালেস, কর্মকর্তা পুস্প রানী বিশ্বাস, সামসুন্নাহার, কৃষ্ণা বিশ্বাস প্রমূখ।

এর আগে সকাল ১০ টায় ‘সময় এখন নারীর: উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম জীবন ধারা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নগরীর কামরুজ্জামান স্টেডিয়াম চত্বরে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ মানবন্ধন কর্মসূচীতে সংহতি জানান এসিডি’র কর্মীরা।

এ সময় বক্তারা বলেন, ১৮৫৭ খ্রিস্টাব্দে মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা এবং কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় যে উদ্দেশ্যে সুতা কারখানার নারী শ্রমিকরা রাজপথে নেমেছিলেন তা আজও অর্জিত হয়নি। আমাদের দেশের নারীরা শুধু কর্মক্ষেত্রেই নয় নিজে গৃহেও নির্যাতনের শিকার হয়। এর বিরুদ্ধে নারীর পাশাপাশি পুরুষকেও স্বক্রীয় হতে হবে।
স/শ