আদিবাসী- বাঙ্গালিদের পৈত্রিক সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:

সাহেবগঞ্জ- বাগদাফার্মের সাঁওতাল আদিবাসী- বাঙ্গালিদের পৈত্রিক সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবিতে গণ অবস্থান কর্মসূচি” অনুষ্ঠীত হয়েছে।  আজ মঙ্গলবার বেলা ১১ টা থেকে ১টা পর্যন্ত জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা ও মহানগর এর আয়োজনে রাজশাহী কোর্ট শহীদ মিনার চত্বরে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য খ্রীস্টিনা বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী মহানগর সাধারন সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, জেলা সাধারণ সম্পাদক সুসেন কুমার স্যামদুয়ার, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় সভাপতি হরেন্দ্রনাথ সিং, রাজশাহী জেলা আহব্বায়ক নবদ্বীপ লাকড়া, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা প্রমূখ্য। সংহতি বক্তব্য রাখেন, বিশিষ্ট কলাম লেখক প্রশান্ত কুমার সাহা, বাংলাদেশের ওর্য়ার্কাস পার্টি রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটি রাজশাহী জেলা সভাপতি শাহজাহান আলী বরজাহান, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা সভাপতি কল্পনা রায়, জনউদ্যােগ রাজশাহী ফেলো জুলফিকার আহম্মেদ গোলাম, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ রাজশাহী জেলা সভাপতি রঘুনাথ রবিদাস।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ- বাগদাফার্মের নামে কেড়ে নেয়া বাপ-দাদার জমিতে আদিবাসী-বাঙ্গালিদের বসতির উপর গত ৬ নভেম্বর ২০১৬ তারিখে পুলিশের বর্বর গুলিতে শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডুকে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, আবাদি ফসল নষ্ট, ঘরবাড়ি ভাংচুর ও নির্যাতনের বিচার এবং ক্ষতিপূরণসহ ৭ দফা দাবিতে এ “গণ অবস্থান কর্মসূচি” অনুষ্ঠীত হয়।

স/অ