আদমদীঘিতে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ক্রীড়া অধিদপ্তরের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসাবে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

গত বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) বিকেল ৫ টায় সান্তাহার ইউনিয়নের সান্দিড়া ফুটবল মাঠে মাসব্যাপী ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা।

সান্দিড়া স্টার ক্লাবের সভাপতি নুর ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক টুলু, জেলা সহকারী ক্রীড়া অফিসার আরিফ ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন জোয়ারদার, মতিউর রহমান, সাজ্জাদ ইকবাল স্বপন, এমারত হোসেন জোয়ারদার চাঁন, শহীদ সিরাজ খাঁন মেমোরিয়াল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক প্রমুখ।

উল্লেখ্য, ক্রীড়া অধিদপ্তরের আয়োজনে ও জেলা ক্রীড়া অফিসের তত্বাবধানে বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসাবে মাসব্যাপী এই ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পে উপজেলার বিভিন্ন স্কুলের ৩০ খেলোয়াড় অংশ গ্রহন করবে।

স/জে