আদমদীঘিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

আদমদীঘি প্রতিনিধিঃ
‘মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’ প্রতিপাদ্য ধারণ করে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও সামাজিক বনায়ন নার্সারীর আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফলজ ও বনজ গাছের চারা বিতরণের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, বন বিভাগের কর্মকর্তা আখতারুজ্জামান রাঙ্গা, সামসুল আলম প্রমূখ। অত্র উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদে ২০ হাজার ২২৪টি ফলদ ও বনজ বৃক্ষের চারা বিরতণ করা হয়।

উল্লেখ্য, সারা দেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রতিটি উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে অন্ততপক্ষে একটি করে ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ দেয়া হয়েছে।

স/অ