আত্রাইয়ে সাংবাদিকদের সাথে জেলা তথ্য অফিসারের মতবিনিময়

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে জেলা তথ্য অফিসারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় আত্রাই প্রেসক্লাব সভা কক্ষে প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমীন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় সরকারে উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন নওগাঁ জেলা তথ্য অফিসার আবু সালেহ মো. মাসুদুল ইসলাম।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী তথ্য অফিসার রুপ কুমার বর্মন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সেন্টু, সহ-সভাপতি মুজাহিদ খাঁন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, ছাবেদ আলী রানা, আল আমিন , ফিরোজ হোসেন, ওমর ফারুক, মজিদ মল্লিক, রুহুল আমীন, তপন কুমার সরকার প্রমুখ।

পরে সকাল ১১টায় উপজেলার নন্দনালী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের সভাপতি জাহিদুর রহমান এর সভাপতিত্বে এক অলোচনা সভায় বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়ন লক্ষসমূহ, অটিজম, মানব পাচার, তথ্য অধিকার মাদক সন্ত্রাস জঙ্গিবাদ, বাল্যবিবাহ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে জনসাধারণকে অবহিতকরণ করা হয়। এসময় সঙ্গীতানুষ্ঠান ও চলচিত্র প্রদর্শন করা হয়। এসময় বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স/শা