আত্রাইয়ে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল শারমিন, বাবার কারাদণ্ড

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে শারমিন আক্তার (১৫)। তবে বিয়ের প্রস্তুতি নেয়ার অপরাধে শারমিনের বাবা ভুট্টুকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

 

জানা যায়, সোমবার উপজেলার রড় কালিকাপুর গ্রামের মোঃ ভুট্টুর বাড়িতে তার মেয়ে শারমিন আক্তারের (১৫) বিয়ের জন্য সোমবার সকালে আয়োজন চলছিল। পার্শ্ববর্তী ক্ষুদ্রকালিকাপুর গ্রামের মোঃ খাইরুল ইসলামের ছেলে মোঃ তাইজুল ইসলাম (৩০) সাথে তার বিয়ের জন্য প্রায় সব প্রস্তুতিই সম্পন্ন ছিল।

 

এদিকে সংবাদ পেয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান থানা পুলিশকে সাথে নিয়ে হাজির হন বিয়ে বাড়িতে। পুলিশের উপস্থিতি টের পেয়ে লোকজনের মধ্যে ছুটাছুটি শুরু হয়ে যায়।

 

পরে ইউএনও বিয়েটি ভেঙ্গে দেন এবং বাল্যবিয়ে অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়ের বাবা মোঃ ভুট্টুকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।