আত্রাইয়ে পরীক্ষায় জালিয়াতিতে সহায়তা করায় অফিস সহকারীর কারাদণ্ড

আত্রাই প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে ভূয়া পরীক্ষার্থীদের সহযোগিতার অপরাধে এ মাদ্রাসার অফিস সহকারীকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোখলেছুর রহমান এ আদেশ দেন।

জানা যায়, এবারের দাখিল পরীক্ষায় চাপড়া দাখিল মাদ্রাসার ৩জন ভূয়া পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল। বিষয়টি জানতে পেরে আত্রাই থানা পুলিশ তদন্তের জন্য কেন্দ্রে যায়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে কেন্দ্রে দায়িত্বরত চকশিমলা দাখিল মাদ্রাসার নি¤œমান সহকারী সিরাজুল ইসলাম (৫০) ভূয়া পরীক্ষার্থীদের কেন্দ্র থেকে পালিয়ে যেতে সহায়তা করেন।

সংবাদ পেয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান দ্রুত ওই কেন্দ্রে যান এবং তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভূয়া পরীক্ষার্থীদের সহযোগিতার অপরাধে অফিস সহকারী সিরাজুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

কেন্দ্র সচিব মাওলানা জারজিজার রহমান বলেন, ওই পরীক্ষার্থীদের খাতা আমাদের কাছে রয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের খাতা বাতিল করা হবে।

স/বি