আত্মঘাতী হামলার জন্য ঢাকায় এসেছিল ৫ জঙ্গি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাজধানীর টেকনিক্যাল মোড় থেকে আটক পাঁচ জঙ্গি সদস্য আত্মঘাতী হামলার জন্য ঢাকায় এসেছিল বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

 

আটককৃতরা হলেন-আতিকুর রহমান ওরফে আইটি আতিক, আব্দুল করিম বুলবুল, মো. আবুল কালাম আজাদ, মতিউর রহমান ও শাহিনুর রহমান হিমেল।

মনিরুল ইসলাম জানান, আটককৃতদের কাছ থেকে বোমা তৈরির কাঁচামাল ও ৭৮৫ গ্রাম বিস্ফোরক সহায়ক তেল উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ‘গুলশানে পাঁচ ও কল্যাণপুরে নয় জঙ্গি নিহতের কারণে ঢাকায় জঙ্গিদের সংকট সৃষ্টি হয়। এ সংকট মোকাবিলায় উত্তরবঙ্গ থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে তারা ঢাকা আসছিল। ঢাকা মহানগরীতে বড় ঘটনা ঘটানোর টার্গেট ছিল তাদের। মূল টার্গেট ছিল সুইসাইডাল অ্যাটেম্ট (আত্মঘাতী হামলা)।’

 

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আকটকৃতদের জিজ্ঞাসাবাদ করে গুলশানে হামলায় তাদের যোগসূত্র বিষয়ে আংশিক নিশ্চিত হওয়া গেছে।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জঙ্গি হামলার মূল মাস্টারমাইন্ড তামিম-জিয়া ঢাকায় আছে। তারা আমাদের ওয়ান্টেড লিস্টে আছে। তাদের গ্রেপ্তারের জন্য আমার কাজ করছি’। উল্লেখ্য, নিউ জেএমবিকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) ভগ্নাংশ বলে গণ্য করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 

এর আগে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, ‘তামিম-জিয়া ছাড়াও জঙ্গিদের আরো মাস্টারমাইন্ড আছে। তারা গোয়েন্দা নজরদারিতে আছেন। দ্রুত তাদের আটক করা হবে।’

 

মন্ত্রীর এ বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে পাঁচ জঙ্গিকে আটক করল কাউন্টার টেররিজম ইউনিট।

সূত্র :রাইজিংবিডি/