নিও জেএমবির আত্মঘাতী স্কোয়াড

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ- জেএমবির একটি গ্রুপ নিও জেএমবি। এক বছর ধরে তারা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এই সময়ের মধ্যে তারা একাধিক নেতাও পরিবর্তন করেছে।

 

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

শুক্রবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বলেন, ‘বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত পাঁচ তরুণই নিও জেএমবির সদস্য। ধারণা করা হচ্ছে- এরা নিও জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সদস্য। পাঁচজনের মধ্যে আতিকুর রহমান ওরফে আইটি আতিক দলনেতা। সে নিও জেএমবির সাংগঠনিক নেতা বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে।

উত্তরবঙ্গ থেকে তাদের রাজধানীতে আনা হয় হামলা করার জন্য। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের কয়েকজন পালিয়ে গেছে। গুলশান ও কল্যাণপুরে জঙ্গি নিহত হওয়ার পরই মূলত তাদের আনা হয়।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাঁচজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপরই নিও জেএমবিতে আর কে কে আছে তাদের ব্যাপারে জানার চেষ্টা করা হবে। জঙ্গিদের আত্মঘাতী হামলা রুখতে পুলিশ সব সময় তৎপর আছে।

 সূত্র :রাইজিংবিডি/