শুক্রবার , ২ ডিসেম্বর ২০১৬ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আজ ইউনেস্কোর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সায়মা হোসেন

Paris
ডিসেম্বর ২, ২০১৬ ৮:২৪ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রীর কন্যা এবং অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটি বাংলাদেশ-এর চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হোসেন আজ শুক্রবার প্যারিসে প্রতিবন্ধীদের ক্ষমতায়ন ও পুরস্কার বিতরণ সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। ইউনেস্কো ও কুয়েতের যৌথ সহযোগিতায় সংস্থাটির সদর দফতরে এ পুরস্কার বিতরণ করা হবে।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সায়মা হোসেন আগামী দু’বছরের জন্য ‘ইউনেস্কো-আমির জাবের মাল আহমেদ আল-জাবের-আল সাবাহ প্রাইজ ফর ডিজিটাল এমপাওয়ারমেন্ট অব পার্সন উইথ ডিসএ্যাবিলিটিস’-এর আন্তর্জাতিক জুরি বোর্ডের চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন। এই পুরস্কার দিতেই আজ ইউনেস্কো সদর দফতরে যোগ দিচ্ছেন তিনি।

 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিজিটাল সম্পদ, সমাধান ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তির অবস্থার উন্নয়নে প্রভূত অবদান রাখার জন্য ব্যক্তি ও সংস্থা উভয় ক্ষেত্রে কুয়েতের আর্থিক সহায়তায় এই পুরস্কার প্রবর্তন করা হয়।

 
প্রতিবন্ধীদের সমাজ ও উন্নয়নে সম্পৃক্ত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও সমর্থন আদায়ের লক্ষ্যে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালনের মধ্যেই এই পুরস্কার হস্তান্তর করা হবে।
এবারের আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য হচ্ছে- ‘এচিভিং সেভেন্টিন গোলস ফর দ্য ফিউচার উই ওয়ান্ট।’

 
অনুষ্ঠান চলাকালে সায়মা হোসেন এই বিশেষ ক্ষেত্রে কাজ করছেন এমন বিশিষ্ট বক্তা ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্যানেল আলোচনাতেও অংশ নেবেন।

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - জাতীয়