নাটোর

আগুনে পুড়ে গেলো খামারির স্বপ্ন

নলডাঙ্গা প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি পোল্ট্রি ফার্ম। বুধবার (২ মার্চ) দুপুরে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের হাজিপাড়়া গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পোল্ট্রি ফার্মের মালিক আজিজ মাঝি (৪৫)। তিনি নলডাঙ্গা গ্রামের মৃত আমিনুল মাঝির ছেলে।

ক্ষতিগ্রস্ত আজিজ মাঝি জানান, অনেক জায়গায় ঋণ করে এই খামার করেছেন তিনি। আগ্নিকান্ডে মুরগির খাবার ও খামারের বিভিন্ন উপকরণ সামগ্রীসহ প্রায় দুই থেকে তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে তার। এখন তা শোধ করবেন কিভাবে সেই চিন্তায় দিশেহারা তিনি।

তবে কিভাবে আগুনের সুত্রপাত তা নিশ্চিত করে কেউ বলতে না পারলেও বৈদ্যর্তিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার ও ব্রহ্মপুর ইউপি চেয়ারম্যান এসএম আশরাফুজ্জামান মিঠু দুর্ঘটনা স্থান পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সাম্যগ্রী বিতরণ করা হয়েছে।পরবর্তীতে সার্বিক সহযোগিতা করা হবে।

জি/আর