আগুনে পুড়েছে জন্ম নিয়ন্ত্রণের সব সামগ্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:স্বাস্থ্য অধিদফতরের মালিকানাধীন হেলথ ওয়ার্কশপের গুদামের আগুনে পুড়ে ছাই জন্ম নিয়ন্ত্রণের সব সামগ্রী। গতকাল রাতে লাগা এই আগুনে পরিবার পরিকল্পনার জন্য ব্যবহৃত যাবতীয় ওষুধ, কনডম থেকে শুরু করে প্রয়োজনরীয় সব সামগ্রী পুড়ে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (ড্রাগ অ্যান্ড স্টোর) হানিফুর রহমান।

তিনি বলেন, ‘এখানে পরিবার পরিকল্পনার যত মেথড, প্রয়োজনীয় ওষুধ, জন্ম নিয়ন্ত্রণের অপারেশনে ব্যবহৃত গ্লাভস, ওষুধের কার্টন, মা ও শিশু স্বাস্থ্যের জন্য ব্যবহারকৃত ২২ ধরনের ওষুধ ছিল। সবই পুড়ে গেছে। আমরা গতকাল থেকেই এখানে রয়েছি। তাই ঠিক কত টাকার ওষুধ ছিল তা বলতে পারছি না। বিকালের দিকে এ নিয়ে কথা বলা সম্ভব হবে।’

শনিবার রাত সাড়ে ১২টা দিকে ওষুধের গুদামে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে রবিবার বেলা ১২টা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। এখনও গুদামের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নেভাতে কাজ করে যাচ্ছেন।

সূত্র:বাংলা ট্রিবিউন