সোমবার , ১২ অক্টোবর ২০২০ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আইপিএলে অন্যরকম এক সেঞ্চুরিতে দ্বিতীয় দিল্লি

Paris
অক্টোবর ১২, ২০২০ ৩:৫২ অপরাহ্ণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের এবারের আসরে শুরু থেকেই দুর্দান্ত খেলছে দিল্লি ক্যাপিট্যালস। গত আসরের পারফরম্যান্সের ধারাবাহিকতা এবারও বজায় রেখেছে তারা। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের অর্ধেক অর্থাৎ সাত ম্যাচ শেষে সর্বোচ্চ ৫টি ম্যাচ জিতেছে দিল্লি। তাদের সমান ৫টি জয় পেয়েছে শুধু মুম্বাই ইন্ডিয়ানস।

তবে নেট রানরেটের মারপ্যাঁচে পড়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে দিল্লি। রোববার দিল্লির বিপক্ষে ৫ উইকেটের জয়ে টেবিলের শীর্ষে বসেছে মুম্বাই। আর এ পরাজয়ের মাধ্যমে বিব্রতকর এক রেকর্ড বা মাইলফলকও স্পর্শ করেছে দিল্লি ক্যাপিট্যালস। যা কি না তাদের আগে করেছে একটি মাত্র দল।

মুম্বাইয়ের বিপক্ষে পরাজয়টি টুর্নামেন্টের ইতিহাসে দিল্লির একশতম পরাজয় ছিল। বর্তমানে দিল্লি ক্যাপিট্যালস নাম হলেও, আগে দিল্লি ডেয়ারডেভিলস নামে খেলত তারা। সবমিলিয়েই মোট ১০০ ম্যাচে হেরেছে তারা অর্থাৎ করেছে পরাজয়ের সেঞ্চুরি। আগের ১২ আসরে তারা হেরেছে ৯৮টি ম্যাচ। এবারের দুইটিসহ পূরণ হলো সেঞ্চুরি।

আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে অন্যরকম এই সেঞ্চুরি করল দিল্লি। তাদের আগে পরাজয়ের সেঞ্চুরি করেছে কিংস এলেভেন পাঞ্জাব। শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২ রানে হেরে পরাজয়ের সেঞ্চুরি পূরণ করেছে পাঞ্জাব। এবারের আসরেই তারা হেরেছে ৬টি ম্যাচে।

পরাজয়ের এ পরিসংখ্যানই প্রমাণ করে আইপিএলে সামগ্রিকভাবে ঠিক কতটা পিছিয়ে পাঞ্জাব ও দিল্লি। টুর্নামেন্টের ১২ আসর পেরিয়ে গেলেও, এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি দুই দলের কোনোটিই। পাঞ্জাবের সর্বোচ্চ সাফল্য ২০১৪ সালের আসরে রানার্সআপ হওয়া। সেবার ফাইনালে কলকাতার কাছে হেরেছিল তারা।

আইপিএলের ইতিহাসে দিল্লির সামগ্রিক পারফরম্যান্স আরও বেশি হতাশাজনক। এখনও পর্যন্ত একবারের জন্যও আইপিএলের ফাইনাল খেলা হয়নি দিল্লির। তাদের সর্বোচ্চ সাফল্য ২০০৯, ২০১২ ও ২০১৯ সালের আসরে তৃতীয় হওয়া। এবারের শুরুটা তারা করেছে ইতিবাচক। সময়ই বলে দেবে কতদূর যেতে পারবে তারা।

 

সূত্রঃ জাগো নিউজ

সর্বশেষ - খেলা