অষ্টম শ্রেণি পাসেই পাটকল করপোরেশনে চাকরি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)। প্রতিষ্ঠানটির প্রধান বা আঞ্চলিক কার্যালয়ও এর আওতাধীন মিলগুলোতে ‘গাড়িচালক’ পদে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও এতিম কোটার সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

 

যোগ্যতা

প্রার্থীদের অষ্টম শ্রেণি পাস হতে হবে। পাশাপাশি ভারী ও হালকা গাড়ি চালানোর লাইসেন্সসহ পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

বয়স

আবেদনকারীর বয়সসীমা ২৫ মে, ২০১৭ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

 

বেতন

জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের নয় হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

 

আবেদন প্রক্রিয়া

বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত আবেদনপত্রের নমুনায় আবেদন করতে হবে। আবেদনপত্রের নমুনাটি পাওয়া যাবে বাংলাদেশ পাটকল করপোরেশনের ওয়েবসাইটে (www.bjmc.gov.bd)। আবেদনপত্র পূরণ করে বিজ্ঞাপনে উল্লেখিত নিয়ম অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ডাকযোগে আবেদন করার ঠিকানা ‘সচিব, বাংলাদেশ পাটকল করপোরেশন, আদমজী কোর্ট, অ্যানেক্স-১ (পঞ্চম তলা), ১১৫-১২০ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০’। এ ছাড়া সরাসরি আবেদন করতে চাইলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে সংরক্ষিত বাক্সে আবেদনপত্র পৌঁছাতে হবে। আবেদন করা যাবে ২৫ মে, ২০১৭ পর্যন্ত।

 

বিস্তারিত দেখুন দৈনিক বাংলাদেশ প্রতিদিনে ৬ মে, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিতে।

 সূত্র: এনটিভি