অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই জয়; ভাবতেও পারেননি রোহিত

বিরাট কোহলি যুগ শেষে ভারতের তিন ফরম্যাটের দায়িত্ব এখন রোহিত শর্মার কাঁধে। নেতা হিসেবে দারুণ সফল রোহিত জাতীয় দলেও সাফল্য পাচ্ছেন। মোহালিতে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে এক ইনিংস এবং ২২২ রানে ভারতীয় দল সিরিজের প্রথম টেস্ট জিতে নিয়েছে। এটাই ছিল অধিনায়ক হিসেবে রোহিতের প্রথম টেস্ট।

আর প্রথম অ্যাসাইনমেন্টেই দুর্দান্ত জয় পেয়ে রোহিত বেজায় খুশি। স্বীকারও করে নিয়েছেন যে, তিনি এতটা আশা করেননি।

ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক বলেন, ‘(অধিনায়ক হিসাবে) আমার জন্য এটা দারুণ শুরু হলো। ভাবতে পারিনি তিনদিনেই এই ম্যাচ জিতব। উইকেটটা ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল। তবে পেসার-স্পিনার সবার জন্যই উপযোগী।  আমাদের বোলাররা জুটি বেঁধে দারুণ বল করেছে এবং ওদের ওপর সবসময়ই চাপ বজায় রেখেছে। আমরা ওদের ব্যাটারদের ভুলেরই অপেক্ষায় ছিলাম এবং আশা করছিলাম কোনো না কোনো বল একটু পৃথক আচরণ করবে। এই জয় নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের জন্য ভালো লক্ষণ। ‘

প্রথম ইনিংসে ভারতীয় দল ৮ উইকেটে ৫৭৪ রানে ইনিংস ঘোষণা করে। জবাবে শ্রীলঙ্কা দুই ইনিংসে যথাক্রমে ১৭৪ ও ১৭৮ রানে গুটিয়ে যায়। রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে অপরাজিত ১৭৫ রান করার পাশপাশি বল হাতেও দুই ইনিংসে যথাক্রমে ৫ এবং ৪টি উইকেট নেন। জাদেজা ডাবল সেঞ্চুরি করার আগেই ইনিংস ঘোষণা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। এই বিষয়ে রোহিত বলেন, ‘ইনিংস ঘোষণার সিদ্ধান্তটা ছিল দলের এবং জাদেজাও এতে একমত ছিল। এটাই মানুষ হিসাবে জাদেজা কেমন তার প্রমাণ দেয়। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ