অপেক্ষা

তবুও আছে অপেক্ষা

আছে খানিক অন্বেষণ

আছে রোদ্দুর বৃষ্টি ভুলে

জল গড়ানো নিমন্ত্রণ।

মিথ্যেগুলোই মিথ্যে হোক

সত্যগুলোয় ক্লান্ত বুক

তবুও থাকুক ডানা মেলা

ঘুম ভাঙানো আগন্তুক।

বিলীন থাকুক মাদকতা

গভীরতায় দু’টি ঠোঁট

আসুক নেমে ঘোর বরষা

বাঁধ ভাঙানো দু’টি চোখ।

শুনুক আকাশভরা সে

অন্তর্যামী’র নীল খামে

বুঝুক ভাঙা মনগুলো

তীব্র মায়া’র এই মানে।

তবুও থাকে অপেক্ষা

থাকে খানিক অন্বেষণ

থাকে রোদ্দুর বৃষ্টি ভুলে

সত্য দেখার আমন্ত্রণ।

#ফাহমিদা প্রমী