অপেক্ষা শেষ, এবার মাঠে নামার পালা

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

রোববারের সকালটা অন্য সবার জন্য এক হলেও মোহাম্মদ আশরাফুলের জন্য হবে বিশেষ কিছু। কারণ এ সকালটি দেখার জন্য অনেকটা অপেক্ষা করতে হয়েছে জাতীয় দলের প্রাক্তন অধিনায়ককে।

 

ফিক্সিংয়ে জড়িয়ে নিজের ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ করে দিয়েছেন আশরাফুল। শাস্তি ভোগের পর এবার নতুন করে শুরুর পালা। রোববার থেকে শুরু হচ্ছে ওয়ালটন ১৮তম জাতীয় ক্রিকেট লিগ। নিষেধাজ্ঞা উঠার পর ব্যাট-প্যাড নিয়ে এবারই প্রথম মাঠে নামছেন আশরাফুল।

 

শেষবার যখন জাতীয় ক্রিকেট খেলেছিলেন তখন ঢাকা মেট্রোর হয়ে খেলেছিলেন মোহাম্মদ আশরাফুল। এবারও এ দলে জায়গা পেয়েছেন। ২০১২-১৩ মৌসুমে ৯ ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ১১৯ রান। এরপর নিষেধাজ্ঞা থাকায় মাঠে নামার সুযোগ হয়নি টেস্টে ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের।

 

প্রথম রাউন্ডে ঢাকা মেট্রোর প্রতিপক্ষ ঢাকা বিভাগ। ম্যাচটি হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে।

 

এরই মধ্যে দলের সঙ্গে অনুশীলন করেছেন মোহাম্মদ আশরাফুল। বাবার মৃত্যুর কারণে ঢাকায় কলবাগান মাঠে অনুশীলন করতে না পারলে বগুড়ায় অনুশীলন করেছেন অ্যাশ।

সূত্র: রাইজিংবিডি