অপহৃত ছেলেকে ফেরত পেতে আকুল আবেদন বাবার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পবা উপজেলার মুক্তিযোদ্ধা জহির উদ্দিনের ছেলে আব্দুলাহ আল ফারুক রাহিদকে (২৭) নিখোঁজের ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছে নিখোঁজ যুবকের বোন। আর পাশে ছিলে বাবা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৮ জুলাই সন্ধ্যায় কয়েকজন অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গেছে গত । পবা উপজেলার হরিপুরের পুরাতন কসবা এলাকার মুক্তিযোদ্ধা জহির উদ্দিনের সন্তান আব্দুলাহ আল ফারুক রাহিদ লেখাপড়ার পাশাপাশি বিদ্যুতের কাজ করে।

একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিপুর দরগাপাড়া এলাকার হাসিম মেম্বারের ছেলে তরিকুল ইসলাম মুঠোফোনের মাধ্যমে বাড়িতে বিদ্যুতের কাজের কথা বলে রাহিদকে ডাকে। ফোন পেয়ে রাহিদ পুরাতন কসবা এলাকার আবুল কালামের ছেলে ইব্রাহিমকে সাথে নিয়ে মোটরসাইকেলে তরিকুলের বাড়িতে যায়। রাতে ইব্রাহিম বাড়িতে ফিরে এলেও রাহিদ বাড়িতে ফেরেনি।

মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জানান, রাহিদ বাড়ি না ফেরায় তিনি তরিকুলের বাড়ির আশপাশে খোঁজ নিয়ে জানতে পারেন র‌্যাব পরিচয় দিয়ে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি একটি সাদা মাইক্রোবাসে করে রাহিদকে ১৮ জুলাই সন্ধ্যায় তুলে নিয়ে গেছে। রাহিদের সন্ধান না পেয়ে তিনি গত ২০ জুলাই পবা থানায় জিডি করেন।

রাহিদকে পুলিশ খুঁজে পেতে ব্যর্থ হলে মুক্তিযোদ্ধা জহির উদ্দিন গত ১ আগস্ট আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছে।

সন্তান হারানো মুক্তিযোদ্ধা পিতার পাশে এসে দাঁড়িয়েছে পবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। রাহিদকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে গত ১৭ আগস্ট বৃহস্পতিবার সকালে রাজশাহী কোর্ট শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। পবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়েছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরাও। পরে তারা অপহৃত রাহিদকে অবিলম্বে অক্ষত অবস্থায় তার পিতার কাছে ফিরিয়ে দেয়ার দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।

 

 

স/আ