অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ডের রায় ৮ মে

নিজস্ব প্রতিবেদক,রাবি:
তিনদিনের যুক্তিতর্ক শেষে আগামী ৮ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের রায় ঘোষণার দিন ধার্য করেছে আদালত। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার  বুধবার দুপুরে দিন ধার্য করেন।

আসামিদের সর্বচ্চো শাস্তি হবে বলে আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু। তিনি বলেন, ‘আট আসামির মধ্যে তিনজন মৃত, একজন পলাতক, একজন জামিনে এবং তিনজন কারাগারে রয়েছেন। তিনদিনের যুক্তিতর্ক শেষে আদালত রায়ের দিন ধার্য করেছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জীবিত ও মৃত প্রত্যেক আসামির সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদের অবশ্যই সর্বচ্চো শাস্তি হবে।’

তবে মামলার প্রধান আসামি শরিফুল এখনও গ্রেফতার না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন নিহত অধ্যাপকের মেয়ে শতভি। তিনি বলেন, ‘শরিফুল হত্যার মূল পরিকল্পনাকারী। অথচ সে এখনও গ্রেপ্তার হলো না। আমরা তো তার বিচারই আগে দেখতে চাই।’

উল্লেখ্য, ২০১৬ সালের ২৩ এপ্রিল সকালে রাজশাহীর শালবাগান এলাকায় এই অধ্যাপককে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়। ৬ নভেম্বর আটজনকে আসামি করে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক রেজাউস সাদিক। ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলায় ৩২ জন সাক্ষীর মধ্যে ২৬ জন সাক্ষ্য দেন।

স/শ