বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২০ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অদূর ভবিষ্যতে ভারতে ক্রিকেট টুর্নামেন্টের সম্ভাবনা নেই : গাঙ্গুলী

Paris
এপ্রিল ২৩, ২০২০ ১২:৪৪ অপরাহ্ণ

অদূর ভবিষ্যতে ভারতে কোনো রকম ক্রিকেট টুর্নামেন্টের সম্ভাবনা নেই বলে জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের( বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।

বিশ্বব্যাপী চলমান প্রাণঘাতী করোনার মধ্যেই আগামী মে মাস থেকে জার্মানিতে ফুটবল মৌশুম শুরু হয়ে যাচ্ছে। সেই প্রসঙ্গ টেনেই সৌরভ গাঙ্গুলীকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা।

তাঁর মতে, জার্মানি ও ভারতের ‘সামাজিক বাস্তবতা’ আলাদা। তিনি বলেন, ভারতে কবে থেকে ক্রিকেট টুর্নামেন্ট চালু হবে, তা নির্ভর করছে অনেকগুলো যদি ও কিন্তুর উপর। তবে অদূর ভবিষ্যতের মধ্যে যে কোনও সম্ভাবনা দেখছেন না, তা স্পষ্ট করে দেন বিসিসিআই সভাপতি।

গাঙ্গুলী আরো বলেন, ‘মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে খেলায় আমি বিশ্বাসী নই।’

উল্লেখ্য, নোভেল করনোভাইরাসের সংক্রমণে ভারতে এখন পর্যন্ত সংক্রামিত হয়েছে ২০,৪৭১ জন। পাশাপাশি মৃত্যু বেড়ে হয়েছে ৬৫২। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পুরো দেশে করোনায় মারা গিয়েছেন ৪৯ জন। আর করোনা পজিটিভ ধরা পড়েছে ১৪৮৬ জনের। সবমিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৪০০০ করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন।

 

সুত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা