অঙ্গীকার।।মুকতার আলী

পড়ন্ত এ হেমন্ত বেলায়
চড়ে সাদা মেঘের ভেলায়
নেমে এল ধরায়
নীল আসমানের পরী,
আহা,দেখে লাজে মরি!

কি অপূর্ব রুপের কারুকাজ
পাহাড়ী ঝর্নার মত সাজ,
টানা চোখের জাদুকরি চাহনি,
মনটা করল চুরি,
সে যে স্বর্গের অপ্সরী।

চোখে চোখ পড়তেই সেতো হায়
মেঘের আঁচলে মুখ লুকায়
ললাটে তার হাঁসির চমক দেখি,
নিজেকে আমি হারিয়ে ফেললাম
সেই তো সত্য,আমি মেকি।

ভোরের কুয়াশা মাখা ঘাসে
রোদের কিরন যেভাবে হাঁসে,
তার রাঙা চরন গেছে ভিজে
আমি নীরবে দেখেছি অন্তরে
অবলীলায় দিলেম মুছে নিজে।

ঐ মুখ,ঐ চোখ,ঐ ললাটের হাঁসি
আমি দেখি পাগলের মত,
আর বারংবার ফিরে আসি
ও গো সুন্দরী তমা আমি তোমায় ভালোবাসি।

ঐচোখের সাগরে আমি ডুবে গেছি,
ফিরতে চাইনা আর,
সর্বদা আমি তোমারি রবো
তোমার বীনায় সুর মিলাবো
এই মোর হৃদয়ের অঙ্গীকার।

 

কবিঃ মোঃমুকতার আলী
দুর্গাপুর,রাজশাহী
রচনা কালঃ২০/১১/২০১৯