বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০১৯ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রানুর সঙ্গে তুলনা মালাইকার! ট্রলের শিকার এই অভিনেত্রী

Paris
নভেম্বর ২৮, ২০১৯ ২:৫৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

১০ বছরের ছোট বলি অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করে সবসময়ই সমালোচিত বলি আইটেম কুইন মালাইকা অরোরা।

এখনও পর্দা মাতালেও তিনি যে অনেক বুড়িয়ে গেছেন তা বেশ ভালোই জানা সিনেপ্রেমীদের।

তাই এবার বয়স লুকানো নিয়ে নতুন টিপ্পনি শুনতে হলো মালাইকাকে। মেকআপ নিয়ে রীতিমতো ট্রলের শিকার তিনি। তাতেও ক্ষান্ত হননি ট্রলকারীরা। মালাইকাকে এই সময়ের সোশ্যাল মিডিয়া থেকে সেলিব্রেটি হয়ে ওঠা রানাঘাট স্টেশনের রানু মণ্ডলের সঙ্গেও তুলনা করলেন কেউ কেউ।

মঙ্গলবার ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ারের পর থেকেই এমন সব ট্রলের মুখোমুখি হতে হয় মালাইকাকে।

ছবিতে তাকে অনেকেই বুড়ি বলে সম্বোধন করেছেন।

একজন লিখেছেন, অতিরিক্ত মেকআপ করে কতদিন আর নিজের বয়স লুকাবেন? যতই মেকআপ করুন না কেন, মুখের বলিরেখা লুকাতে পারবেন না কোনোভাবেই।

একজন লিখেছেন, আপনি এখন মেকআপের আস্ত বাক্স।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভারতের ইন্টারনেট সেনসেশন রানু মণ্ডলের একটি ছবি। যেখানে মাত্রাতিরিক্ত মেকআপের কারণে কিম্ভুতকিমাকার দেখায় রানুকে। আর ছবিটি নিয়ে হাস্যরসে মেতে ওঠেন ভারতের নেটিজেনরা।

এবার মালাইকার এই মেকআপ নেয়াকে রানুর সেই ছবির সঙ্গে তুলনা করলেন কেউ কেউ।

একজন লিখেছেন, জিম করে রোগা হয়েছেন ঠিকই, কিন্তু রানু মণ্ডলের মতো মেকআপ নিয়ে হাজার চেষ্টা করেও বয়স লুকাতে পারবেন না। আপনার মুখের ভেতর থেকে দাঁত বাইরে চলে আসে। এসব তীব্র কটাক্ষের কোনোটিরই পাল্টা জবাব আসেনি মালাইকার পক্ষ থেকে।

সর্বশেষ - বিনোদন