সিল্কসিটিনিউজ ডেস্ক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম বলেন, যেখানে দেশবিরোধী ষড়যন্ত্র হবে সেখানেই ছাত্রজনতা মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। স্বৈরাচারী আমলে যারা খুন, সন্ত্রাসী করেছে, যারা অন্যায় করে মানুষকে জেলখানায় ঢুকিয়েছে। বাংলার মাটিতে খুনি স্বৈরাচারদের রাজনীতি করার অধিকার নেই।
তিনি বলেন, ইসলাম ছাড়া সুশাসন সম্ভব নয়। ইসলাম সব ধর্মের জন্য নিরাপদ আশ্রয়স্থল। ইসলামী শাসন ব্যবস্থা মানুষদের নিরাপত্তা দিতে পারে। দুর্নীতির মূলোৎপাটনে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই। দেশের মানুষ তিনটি রাজনৈতিক দলের শাসন দেখেছে কিন্তু শান্তি পায়নি তাদের শাসনে। দেশের মানুষ জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় এবং ইসলামী শাসন ব্যবস্থার প্রকৃত কার্যকারিতা দেখতে চায়।
মঙ্গলবার বিকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা দক্ষিণের আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাসুম এসব কথা বলেন।
নবনির্বাচিত কুমিল্লা জেলা দক্ষিণের আমির মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেটের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।
তিনি আরও বলেন, মানের জনশক্তি তৈরি করতে হবে। ঘরে ঘরে জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতের সংগঠনকে শক্তিশালী করতে হবে। যোগ্য ও দক্ষ লোকদের এগিয়ে নিয়ে আসতে হবে। ইসলাম ও আধুনিক জ্ঞান অর্জন করতে হবে। জামায়াত কর্মীদেরকে বহুবিধ প্রতিভার অধিকারী হতে হবে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকীর পরিচালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি যথাক্রমে ডা.আব্দুল মবিন, মু. মাহফুজুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, মিজানুর রহমান, বেলাল হোসাইন, জয়নাল আবেদিন, ইসরাইল মজুমদার, খাইরুল ইসলাম প্রমুখ।
সূত্র: যুগান্তর