রবিবার , ১৭ সেপ্টেম্বর ২০১৭ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুঠিয়ায় ইয়াবাসহ যুবক আটক

Paris
সেপ্টেম্বর ১৭, ২০১৭ ১২:৪৫ অপরাহ্ণ

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। রবিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পৌর এলাকার ঝলমলিয়া পুলিশ বক্স সংলগ্ন স্থানে ওই যুবকের শরির তল্লাশি করে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃত ওই যুবক হলেন, উপজেলার পৌর এলাকার কাঁঠালবাড়িয়া গ্রামের আসলাম আলীর ছেলে রাসেল আলী (২২)। তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ওসি তদন্ত রাকিবুল হাসান জানান, রবিবার সকাল সাড়ে আটটার দিকে থানার এসআই আনোয়ার হোসেন ও তার সঙ্গীয় ফোর্স রাসেলের শরির তল্লাশি করে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

 

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর