রবিবার , ১৮ সেপ্টেম্বর ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নিউ ইয়র্কে বিস্ফোরণ, আহত ২৫

Paris
সেপ্টেম্বর ১৮, ২০১৬ ৭:৫৯ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

স্থানীয় সময় শনিবার রাত ৯টায় (বাংলাদেশ সময় রোববার সকাল ৭টা) ম্যানহাটনের চেলসি এলাকায় এ ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।

 

তবে কেন, কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তাদের একাধিক ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে ম্যানহাটন এলাকার চেলসিয়া নামক স্থানে বিস্ফোরণ ঘটে। একটি ডাস্টবিনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কানে তালা লেগে যাওয়ার মতো শব্দ সৃষ্টি হয়েছিল। আশপাশের ভবনের কাচ ভেঙে যায়। এর পরপরই অগ্নিনির্বাপক দলের ট্রাক এবং জরুরি সেবা বিভাগের অ্যাম্বুলেন্স পুরো এলাকা ঘিরে ফেলে।

 

নিউইয়র্কের কর্মকর্তারা বলেন, ম্যানহাটনের বিস্ফোরণের কাছেই একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। দাতব্য সংস্থার এই প্রতিযোগিতার জন্য কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন। দৌড় শুরুর কিছুক্ষণ পূর্বেই বিস্ফোরণ ঘটে। তবে প্রতিযোগীদের কেউ হতাহত হননি।

 

স্থানীয় কাউন্সিলর বলেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এবং নিরাপত্তা সংস্থা হোমল্যান্ড সিকিউরিটি বিস্ফোরণের স্থান পরীক্ষা করে দেখছে।

 সূত্র: অনলাইন

 

সর্বশেষ - আন্তর্জাতিক