রবিবার , ২৩ এপ্রিল ২০১৭ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নাটোরে দুই জেএমবি সদস্যের জামিন না মঞ্জুর:কারাগারে প্রেরণ

Paris
এপ্রিল ২৩, ২০১৭ ৩:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,নাটোর:
নাটোরের চাঁদপুর এলাকা থেকে আটক ২ জেএমবি সদস্যের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া আগামী ৩ জুনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ওই আদালত।

 
আজ রোববার সকালে ব্যাপক নিরাপত্তার মধ্যদিয়ে নাটোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০২ এ জেএমবি সদস্য ফজলুর রহমান ও শহিদুল ইসলামকে হাজির করে জামিন আবেদন করা হয়। আদালতের বিচারক সামসুল আল আমিন জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এছাড়া আগামী ৩ জুনের মধ্যে পুলিশকে আদালতে প্রতিবেদন দাখিলের আদেশ দেয় আদালত। পরে ফজলু ও শহিদুলকে নিরাপত্তা দিয়ে নাটোর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

 
এর আগে গত ১৩ জানুয়ারী শুক্রবার রাতে সদর উপজেলার চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান টাইম বোমা তৈরীর সরঞ্জাম, পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ তাদের আটক করে বগুড়া গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর