বৃহস্পতিবার , ১৩ অক্টোবর ২০১৬ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

২৫ বছরের রেকর্ড ভাঙলেন ওয়ার্নার

Paris
অক্টোবর ১৩, ২০১৬ ১০:৫২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

১৩৬ বলে ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। তবুও ডেভিড ওয়ার্নারের নাম পরাজিত দলে।

 

কেপ টাউনে কাল শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ৩২৭ রান তাড়া করতে নেমে ওয়ার্নারের ১৭৩ রানের ইনিংসের পরও হেরে গেছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে অসিরা।

 

দল হারলেও ওয়ার্নারের নামের পাশে যোগ হয়েছে বেশ কিছু ব্যক্তিগত রেকর্ড। চলুন রেকর্ডগুলো জেনে নেওয়া যাক:

 

৩৮৬– পাঁচ ম্যাচে ওয়ার্নারের রান এটি। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এটিই এখন অস্ট্রেলিয়ান কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। ওয়ার্নার ভেঙেছেন জিওফ মার্শের ২৫ বছরের রেকর্ডে। ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচে মার্শ করেছিলেন ৩৪৯ রান। সব মিলিয়ে রেকর্ডটা হ্যামিল্টন মাসাকাদজার, জিম্বাবুইয়ান ব্যাটসম্যান ২০০৯ সালে কেনিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচে করেছিলেন ৪৬৭। দুই টেস্ট খেলুড়ে দলের মধ্যে পাঁচ ম্যাচের সিরিজে সবচেয়ে বেশি রান সালমান বাটের, পাকিস্তানি ব্যাটসম্যান ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচে করেছিলেন ৪৫১।

 

১৬৫– দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের আগের সর্বোচ্চ ইনিংস, খেলেছিলেন রিকি পন্টিং। এবার ১৭৩ করে পন্টিংয়ের রেকর্ড ভেঙে দিলেন ওয়ার্নার। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ ইনিংস শচীন টেন্ডুলকারের (২০০*)। ওয়ার্নারের ১৭৩ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ ইনিংস। ২০০১ সালে মার্ক ওয়াহও ১৭৩ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওপরে আছেন শেন ওয়াটসন (১৮৫), ম্যাথু হেইডেন (১৮১) ও ওয়ার্নার নিজেই (১৭৮)।

 

– ওয়ানডেতে ওয়ার্নারের সেঞ্চুরির সংখ্যা এটি, যা জিওফ মার্শ ও ওয়াটসনের সঙ্গে অস্ট্রেলিয়ার হয়ে পঞ্চম সর্বোচ্চ। তাদের ওপরে আছেন কেবল পন্টিং (৩০), মার্ক ওয়াহ (১৮), অ্যাডাম গিলক্রিস্ট (১৬), হেইডেন (১০)।

 

– ওয়ানডেতে ওয়ার্নারের ১৫০+ স্কোর এখন তিনটি, যা অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ। গিলক্রিস্ট, হেইডেন, ওয়াটসন ও অ্যান্ড্রু সায়মন্ডসের আছে দুটি করে।

 

– প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০১৬ সালে এক হাজার ওয়ানডে রান করলেন ওয়ার্নার। তার রান এখন ২০ ম্যাচে ১০৮৯। ২৩ ম্যাচে ৯১৮ রান নিয়ে দুইয়ে আছেন আরেক অস্ট্রেলিয়ান স্টিভেন স্মিথ। ১৭ ম্যাচে ৮৫৭ রান দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের।

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - খেলা