বুধবার , ২৭ মে ২০২০ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাভারে নতুন করে ইউএনওসহ ২৯ জন করোনায় আক্রান্ত

Paris
মে ২৭, ২০২০ ১১:২৪ পূর্বাহ্ণ

সাভারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমানসহ নতুন করে ২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট ৩৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) রাতে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত শনিবার (২৩ মে) সাভারের ইউএনওসহ ৮৩ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার তার রিপোর্ট আসে। রিপোর্টে ইউএনও পারভেজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসারসহ ২৯ জনের করোনা শনাক্ত হয়।

ডা. সায়েমুল হুদা আরও জানান, ইউএনওর করোনার কোনো উপসর্গ ছিল না। যেহেতু করোনা পরিস্থিতির মধ্যেও তাকে পেশাগত দায়িত্ব পালন করতে হয়েছে তাই তার নমুনা পরীক্ষা করা হয়। পরে রিপোর্টে তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। ইউএনও পারভেজুর রহমানকে হোম আইসোলেশন বা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে পাঠানো হবে কি না সে বিষয়ে মেডিকেল টিমের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

সাভারে এখন পর্যন্ত মোট ৩৫৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫৭১ জনের। মোট সুস্থ হয়েছেন ২৪ জন এবং মারা গেছেন ছয়জন।

সর্বশেষ - জাতীয়