সোমবার , ২ জানুয়ারি ২০১৭ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাফের ফাইনালে বাংলাদেশের মেয়েরা

Paris
জানুয়ারি ২, ২০১৭ ১০:১৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দুর্দান্ত খেলে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশের মেয়েরা।প্রথমবার মহাদেশীয় ফুটবল প্রতিযোগিতায় শিরোপার লড়াই করবে তারা। তাদের সামনে প্রতিপক্ষ ভারত।

সোমবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ৬-০ গোলে উড়িয়ে দেয় মালদ্বীপকে। হ্যাটট্রিক করেছেন মিডফিল্ডার সিরাত জাহান স্বপ্না।(১২, ২৩ ও ৫৬ মিনিট)।  ৪৮ ও ৫৮ মিনিটে দুটি গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। অন্যটি এসেছে নারগিস খাতুনের পা থেকে, ৫২ মিনিটে গোলটি করেন তিনি।

এর আগে দিনের প্রথম সেমিফাইনালে আয়োজক ও গতবারের চ্যাম্পিয়ন ভারত ৩-১ গোলে নেপালকে পরাজিত করে ফাইনালে ওঠে। ভারতের নির্ভরযোগ্য ফরোয়ার্ড কমলা দেবী ৪৪ মিনিটে দলকে এগিয়ে দেন। ৫৮ মিনিটে দ্বিতীয় গোল করেন ইন্দু রানী। ৭৪ মিনিটে সাবিত্রা ভান্ডারির গোলে ম্যাচে ফেরার পথ তৈরি করেছিল নেপাল। কিন্তু ৮৩ মিনিটে সাস্মিতা মালিক ভারতের তৃতীয় গোল করলে টানা চতুর্থ বারের মতো ফাইনালে ওঠে ভারত।

সূত্র: বাংলাট্রিবিউন

সর্বশেষ - খেলা