মঙ্গলবার , ১৬ মে ২০১৭ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাফাতের দেহরক্ষীও গ্রেপ্তার

Paris
মে ১৬, ২০১৭ ১০:১৫ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার আসামি রহমত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তর গোয়েন্দা শাখার (ডিবি) উপকমিশনার শেখ নাজমুল আলম জানান, সন্ধ্যা ৭টায় গুলশান-১ এলাকা থেকে রহমতকে গ্রেপ্তার করা হয়।

 

রহমত আলী আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের দেহরক্ষী। ওই মামলার প্রধান আসামি সাফাত আহমেদ।

 
ডিবির এক কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া রহমত আলী কাজ করতেন আবুল কালাম আজাদ নাম পরিচয়ে।

 

গত ২৮ মার্চ বনানীর হোটেল রেইন ট্রিতে ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেন দুই ছাত্রী। গত ৬ মে বনানী থানায় মামলা করেন ওই দুই ছাত্রীর একজন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়।

 

গত ১১ মে সিলেটে গ্রেপ্তার হন মামলার আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফ। আজ রাজধানীর নবাবপুর থেকে সাফাতের গাড়িচালক বিল্লালকে গ্রেপ্তার করে র‍্যাব। দেহরক্ষীসহ চারজনকে গ্রেপ্তার করা হলো। বাকি থাকল আরেক আসামি নাঈম আশরাফ।

 

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত এবং সাকিফ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে রিমান্ডে রয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র: এনটিভি

সর্বশেষ - অপরাধ ও দুর্নীতি