সোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০১৭ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাইফ-কারিনার ছেলের ছবি ভাইরাল

Paris
ফেব্রুয়ারি ১৩, ২০১৭ ৪:৪৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। গত ২০ ডিসেম্বর এ দম্পতির ঘর আলো করে আসে একটি পুত্রসন্তান। এ দম্পতি ছেলের নাম রেখেছেন তৈমুর আলী খান।

জন্মের পর নাম নিয়ে আলোচনায় এসেছিল তৈমুর। সম্প্রতি তার একটি ছবি আবারো ঝড় তুলেছে ইন্টারনেটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাইফ-কারিনাপুত্রের একটি ছবি ভাইরাল হয়েছে। এটি সাইফের হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবি বলে জানা গেছে। ছবিতে ধূসর চোখ ও সোনালি চুলের তৈমুরকে দেখে প্রশংসা করছেন সবাই।

এর আগে তৈমুরের প্রশংসা করে এক সাক্ষাৎকারে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বলেছিলেন, ‘খুবই সুন্দর শিশু এবং তার ঠোঁট কারিনার মতো। আমি সাইফ ও কারিনার জন্য খুবই উচ্ছ্বসিত।’

প্রিয়াঙ্কার প্রশংসার প্রতিক্রিয়ায় কারিনা বলেছিলেন, ‘এই অঞ্চলের সবচেয়ে সুদর্শন পুরুষ আমার ছেলে। আমি এটিকে প্রশংসা হিসেবেই মনে করছি কারণ তার ঠোঁট সত্যিই অনেক সুন্দর।’

খুব শিগগিরই বীরে ডি ওয়েডিং সিনেমার শুটিং শুরু করবেন কারিনা। অন্যদিকে আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সাইফ আলী খান অভিনীত সিনেমা রেঙ্গুন। সাইফ ছাড়াও সিনেমাটিতে আরো আছেন শহিদ কাপুর ও কঙ্গনা রাণৌত।

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - বিনোদন