বৃহস্পতিবার , ২১ মার্চ ২০১৯ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শেরপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

Paris
মার্চ ২১, ২০১৯ ৩:২৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বিশ্বাস (৩৫) নামে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার সীমান্তবর্তী হারিয়াকোনা এলাকার ১০৯৩ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহত বিশ্বাস সাংমা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। তবে তিনি শ্রীবরদীর হারিয়াকোনা গ্রামে শ্বশুরবাড়িতে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ১০৫১ নম্বর সীমান্ত পিলার এলাকায় চোরাকারবারিদের কাঁটাতার কেটে গরু পাচার বেড়ে যায়। এ নিয়ে বর্তমানে ওই এলাকায় বিজিবি ও বিএসএফের অভিযান চলছিল।

বুধবার ভোররাতে বিশ্বাস সাংমা ১০৯৩ নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি গেলে বিএসএফ গুলি চালায়। এ সময় তার হাতে ও পায়ে গুলি লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে শেরপুর ও পরে ময়মনসিংহ হাসপাতালে পাঠায়। তবে বিশ্বাস সাংমা গরু চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন।

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্ণঝোড়া ক্যাম্প কমান্ডার হাবিলদার গোলাম নবী জানান, ঘটনার খবর শুনেছি। তবে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে নিয়ে গেছেন স্বজনরা।

তাকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তা জানা যায়নি। তবে আহত যুবকের সঙ্গে চোরাকারবারীদের সম্পৃক্ততা রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ - জাতীয়